(ক) ইতিহাসঃ- জমিদারী প্রথা আমলে এই এলাকায় একটি গভীর বিল প্রভাহিত হয় এবং বিলের উপর বড় বড় জঙ্গল থাকায় জঙ্গলের ভিতরে বাঘ দেখা যেত, সেই অনুসারে পূর্ব পুরুষেরা এই এলাকার নামকরণ করেন বাগদহ।বাগদহ শাহা পাড়ায় পূর্ব যুগের প্রায় ১০০ একর বড় একটি বিল। বিলটির নাম হলো বাগদহ বিল। বাগদহ বিলে বর্তমনে হিমালয় এ্যাগ্রো ফিসারিজ দিনাজপুরের একটি কম্পানী মাছ চাষ করতেছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS